Visual Relation

If you are aware of seven visual elements, it's time to work on the relations between them. There are five main types of visual relation that helps building the visual impact of a photograph. The relations between visual elements are the backbone of the connotation (implied meaning). In both commercial and self-assigned photographic works, it's important to build desire impact to communicate properly with the viewers. Visual relations play key role in building the overall visual communication. This is a self-learning project that means you can enroll and complete it on your own schedule. Being a self-learning project, there is no work submission module in this project. However, you can share your works in discourse community. If you wish you may create an article or an ebook as well.
aleek · August 26, 2025

ছবির প্রধান যে দুটো ভাগ আমাদের প্রায়শঃই মনে থাকে না, সেদুটি হলো ছবির গঠন (Structure) এবং তার ব্যঞ্জনা (Connotation)। ছবির গঠন তৈরি হয় সাতটি দৃশ্যাঙ্গ দিয়ে। এই দৃশ্যাঙ্গগুলির অন্তর্বর্তী সম্পর্ক ছবির গঠনের সাথে সাথে ছবির ব্যঞ্জনা তৈরিতে বিশেষ সাহায্য করে। বলা যেতে পারে ছবির ব্যঞ্জনা তৈরিতে এই সম্পর্কগুলিই মূল উপাদান। এবারের আলোচনায় আমরা দৃশ্যাঙ্গের মূল পাঁচ ধরণের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলবো। 

আপনার যদি সাত দৃশ্যাঙ্গ নিয়ে পরিস্কার ধারণা না থাকে তাহলে সাত দৃশ্যাঙ্গ নিয়ে আমাদের আলোচনাগুলি শুনতে পারেন।

জেনে নিন তিনটি প্রাথমিক ও প্রধান দৃশ্যাঙ্গের পরিচয় ও ব্যবহার। যে কোন ধরণের ফোটোগ্রাফিতে লাইন, ভ্যালু ও স্পেসের ব্যবহার ছবির দৃশ্যরূপ গঠন ও ভাবসঞ্চারে প্রধান ভূমিকা পালন করে। এই তিনটি দৃশ্যাঙ্গ নিয়ে সম্পূর্ণ আলোচনা রয়েছে এই প্রোজেক্টে।

আকার (Shape), আকৃতি (Form), এবং পৃষ্ঠরূপ (Texture) এই তিনটি যৌগিক দৃশ্যাঙ্গ। এই প্রোজেক্টে আকার, আকৃতি এবং পৃষ্ঠরূপ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। 

আলোচ্য বিষয়

পাঁচটি প্রধান দৃশ্যাঙ্গ সম্পর্ক

  1. বৈপরীত্য (Contrast)
  2. দলবদ্ধতা (Grouping)
  3. গুরুত্বারোপ (Emphasis)
  4. ধারাবাহিকতা (Continuity)
  5. অর্থনির্দেশ (Suggestion)

পাঁচটি দৃশ্যাঙ্গ সম্পর্ক এককভাবে বা পরস্পর একসাথে ছবির ব্যঞ্জনা তৈরিতে সাহায্য করে। অল্প কথায় সম্পর্কগুলোর পরিচয় ও প্রকৃতি জেনে নেওয়া যাক।

বৈপরীত্য (Contrast)

বৈপরীত্য একটি অত্যন্ত প্রচলিত এবং জনপ্রিয় দৃশ্যাঙ্গ সম্পর্ক। যদিও বৈপরীত্য মূলতঃ value বা শুক্লতার বৈপরীত্য হিসেবেই বেশি ব্যবহৃত হয়, এটি অন্যান্য দৃশ্যাঙ্গের বৈপরীত্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ খুব প্রাথমিক ভাবে অনুভূমিক ও উল্লম্ব রেখাও পরস্পর বৈপরীত্য সম্পর্কে অবস্থান করে।

দলবদ্ধতা (Grouping)

একাধিক বৈপরীত্য থেকে দলবদ্ধতার নির্মান হয়। আমাদের দৃষ্টি ছবির মধ্যস্থ দৃশ্যাঙ্গ এবং দৃশ্যচরিত্রগুলির পার্থক্য ও মিল অনুযায়ী তাদের আলাদা দল বলে চিহ্নিত করে। ক্ষেত্র (Space) দৃশ্যাঙ্গটি এখানে বিশেষ গুরুত্ব বহন করে। অনেকসময় বাহ্যিক কোন বৈপরীত্য না থাকলেও কেবল ক্ষেত্র বিভাজনের জন্য দল তৈরি হতে পারে (চতুর্থ ছবি)। এই দলবদ্ধতার ধর্ম ঘুরেফিরে আবার বৈপরীত্যকেই আরো প্রবল করে তোলে।

গুরুত্বারোপ (Emphasis)

প্রায়শঃই দৃশ্যে একাধিক দৃশ্যাঙ্গ বা দৃশ্যচরিত্রের মধ্যে একটিকে গুরুত্ব দেওয়া হয়। একে গুরুত্বারোপ বলে। এই সম্পর্কে গুরুত্বারোপিত চরিত্রটি দৃশ্যের অন্যান্য সমস্ত কিছু থেকে আলাদা করে চোখে পড়ে। সাধারণতঃ যে কোন চরিত্রচিত্রণধর্মী (Portraiture) ছবিই প্রধাণতঃ গুরুত্বারোপ ধর্ম অনুসরণ করে। বৈপরীত্য এবং দলবদ্ধতা মিলেমিশে গুরুত্বারোপ সম্পর্ক তৈরি করে।

ধারাবাহিকতা (Continuity)

প্রথমেই বোঝা দরকার ধারাবাহিকতা (Continuity) মানে (Repetition) নয়। ধারাবাহিকতায় দৃশ্যচরিত্রগুলি একই রকম হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। বিভিন্ন চরিত্র পাশাপাশি পরপর দলবদ্ধ হয়ে ধারাবাহিকতা তৈরি করে। সহজভাবে ভাবা যেতে পারে বিভিন্ন দল বা দলের মধ্যবর্তী সদস্যরাও ধারাবাহিকতা সম্পর্কে আবদ্ধ।

অর্থনির্দেশ (Suggestion)

অর্থনির্দেশ সরাসরি গভীর ব্যঞ্জনার দিকে নির্দেশ করে। ভালো করে দেখলে বোঝা যাবে বাকি চারটি সম্পর্কের মাধ্যমেই অর্থনির্দেশ সম্পর্ক তৈরি করা হয়। যে কোন ছবিতে প্রথম চারটি সম্পর্ক একত্রে মিলেমিশে ক্রমশঃ অর্থনির্দেশের দিকে এগিয়ে চলে। এক্ষেত্রে মনে রাখা দরকার অর্থনির্দেশ সবসময় পরিস্কার অর্থ নির্দেশ করে না। অনেকসময়েই এটি কেবলমাত্র একটি বা একাধিক অর্থসম্ভাবনা নির্দেশ করে। উত্তর-আধুনিক ছবিতে অর্থনির্দেশ সম্পর্কটি দর্শক তৈরি করেন।

Live Session Schedule

পুরো বিষয়ের ধারনা এখনো পরিস্কার না হলে প্রথমে সাত দৃশ্যাঙ্গ সহজে বুঝে নেওয়ার জন্য দেখতে পারেন ঋষি অন রাইডের ইউটিউব চ্যানেলের আলোচনা।

ঋষি অন রাইড-এর ইউটিউব চ্যানেল-এ সাত দৃশ্যাঙ্গের আলোচনা

মাধুকরী

আমাদের দৈনন্দিন ব্যয়বহনের জন্য আমরা মাধুকরী ভিক্ষা করি। আমাদের কাজ আপনার সদর্থক মনে হলে আপনিও আপনার সামর্থ্যমতো মাধুকরী ভিক্ষা দিতে পারেন। বিস্তারিত জানার জন্য নিচের বাটনে ক্লিক করুন।

Meet the Mentor

Saptarshi Chakraborty

Founder, Rishi On Ride

  • Multidiscipline Art Practitioner
  • Former Official Mentor for Canon India
  • Former Official Mentor for Tamron India
  • Former HOD, Film & Photography (IIDAA)
  • Former Guest Faculty, Graphic Design (WLCI)
  • Conducted 100+ workshops

Discourse Membership Required

You must be a Discourse member to access this content.

Join Now

Already a member? Log in here

About Instructor

aleek

– Multidiscipline Art Practitioner – Former Official Mentor for Canon India – Former Official Mentor for Tamron India – Former HOD, Film & Photography (IIDAA) – Former Guest Faculty, Graphic Design (WLCI) – Conducted 100+ workshops with leading organizationsSaptarshi (Rishi/অলীক) is self-taught multidiscipline art practitioner. He is learning Photography as the primary medium of expression over the last 15+ years.He is conversant and curious practitioner of multiple art forms e.g. Literature, Music, Sculpture, Theatre, Painting and Graphic Design along with Photography. Experiencing life through art has always been the key motivation behind his creative journey.Apart from being active photographer, his work area further extends to Research and Development of three main areas of Photography –- Visual Grammar and Learning Process for Photography - Financial Framework for Independent Photographers - Photography and Visual Art Appreciation for ViewersAfter working as an HR professional in the corporate world for 12 years, he left his job in 2018 and jumped into the role of full time Photography Worker. Since then, Rishi is working with the photographers and communities providing support on Authentic Learning and Effective Viewer Engagement.

7 Projects

+1 enrolled
Not Enrolled

Project Includes

  • 5 Modules

Ratings and Reviews

0.0
Avg. Rating
0 Ratings
5
0
4
0
3
0
2
0
1
0
What's your experience? We'd love to know!
No Reviews Found!
Show more reviews
What's your experience? We'd love to know!