Express with Line Value Space

Line, Value and Space are three main elements of Photography, even of any visual art if we think broadly. The course is designed to help you express yourself through the elements of line, value, and space in your photography. Whether you are a independent or commercial photographer, the techniques and concepts will enhance your ability to communicate visually.The Project is an ebook project which means the works submitted for this project will be included in next issue of 2.8 digital magazine.
aleek · May 23, 2025

ফোটগ্রাফিতে ছবির গঠন নির্মাণের মূল উপাদান সাতটি দৃশ্যাঙ্গ বা Visual Element. এই সাতটি দৃশ্যাঙ্গ হল –

  1. রেখা (Line)
  2. শুক্লতা (Value)
  3. ক্ষেত্র (Space)
  4. বর্ণ (Colour)
  5. আকার (Shape)
  6. আকৃতি (Form)
  7. পৃষ্ঠরূপ (Texture)

একটি ফটোগ্রাফের দেহ এই সাতটি দৃশ্যাঙ্গ দিয়ে গঠিত হয়। ফটোগ্রাফার জ্ঞানতঃ বা অজ্ঞানতঃ এই সাতটিরই বিভিন্ন বিন্যাস ব্যবহার করেন। প্রথম তিনটি মৌলিক দৃশ্যাঙ্গ নিয়ে এই প্রোজেক্ট।

Project Design

Conceptual

আলোচ্য দৃশ্যাঙ্গ তিনটি সম্পর্কে প্রশ্নোত্তর সুবিধাসহ বিস্তারিত ভিডিও আলোচনা

Practical

রেওয়াজের গাইডেন্স অনুযায়ী তিনটি দৃশ্যাঙ্গের ওপর নিজের পছন্দমতো শ্যুট

Publication

2.8 ডিজিট্যাল ম্যাগাজিন-এর আগামী সংখ্যায় আপনার কাজ প্রকাশের সুযোগ

২০২৫ সাল থেকে ঋষি অন রাইডের সমস্ত শিক্ষাপ্রকল্প শিক্ষার পাশাপাশি ছবি তোলা ও পাব্লিকেশানকেও প্রকল্পের অঙ্গ হিসেবে গণ্য করে। সেইমতো এই প্রজেক্টেও শিক্ষার পাশাপাশি ছবি তোলার পর্যায় এবং আগামী 2.8 ডিজিট্যাল পত্রিকার আগামী সংখ্যায় সদস্যদের ছবি ছাপার সু্যোগ অন্তর্ভূক্ত।

১। ধারণা পর্যায় (Conceptual)

প্রথম পর্যায়ে আমরা আলোচ্য তিনটি দৃশ্যাঙ্গ নিয়ে বিস্তারিত বুঝে নেবো ভিডিও সেশানের মাধ্যমে। এই প্রোজেক্টের প্রথম চারটি মডিউল এই দৃশ্যাঙ্গ সম্পর্কে আলোচনা। ভিডিওর সাথে সাথে মেণ্টরের সঙ্গে প্রশ্নোত্তরের সুবিধে আছে।

২। ছবি তোলার পর্যায় (Practical)

দৃশ্যাঙ্গ তিনটি সম্পর্কে ধারণা জন্মালে আপনি নিজের সময় সুযোগ মত নিজের পছন্দমতো অঞ্চলে ছবি তুলবেন। এই প্রোজেক্টটি রেওয়াজ ধর্মী। কী ধরণের ছবি তুলবেন বা কী বিষয় খেয়াল রাখবেন, সে সম্পর্কে বিস্তারিত গাইডেন্স দেওয়া হবে। আপনি খুব সহজেই সেই সূত্র ধরে রেওয়াজ হিসেবে ছবি তুলতে পারবেন।

৩। ছবি প্রকাশ পর্যায় (Publication)

এই প্রোজেক্ট-এর জন্য তোলা আপনার ছবি আমরা 2.8 এর পরবর্তী সংখ্যায় প্রকাশ করবো। আমরা সাধারণতঃ ছবি প্রকাশের ক্ষেত্রে কোনরকম ভালো মন্দ নির্বাচনে বিশ্বাসী নই। কিন্তু প্রকাশ আলোচনা সাপেক্ষ মনে করি। এই প্রোজেক্টের শেষ মডিউলে আপনারা আপনাদের ছবি জমা দিতে পারবেন। এরপর আমরা প্রকাশের আগে প্রয়োজনীয় আলোচনা যথাসময়ে সেরে নেবো।

ফটোগ্রাফারের দিক থেকেও প্রকাশের আগে বা পরে অনেকরকম আলোচনা দরকারী হতে পারে। এই পুরো আলোচনা প্রক্রিয়া এবং কাজ শেয়ার করার জন্য আমরা আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া Discourse ব্যবহার করি। এখানে ফেসবুক ইত্যাদির মতো আপনি আপনার কাজ পোস্ট করতে পারেন ও সবাই আলোচনা করতে পারেন।

এই প্রোজেক্টটি ধারণাগত শিক্ষা, ছবি তোলা এবং ছবি প্রকাশ এই তিনটি পর্যায়ের বিভক্ত। প্রোজেক্টে অংশগ্রহণ মানে এই তিনটি পর্যায়ে অংশগ্রহণ। আপনি যদি কেবলমাত্র ধারণাগত অংশতেই আগ্রহী হন তাহলে আমাদের ইউটিইব চ্যানেলে এই সম্পর্কিত ভিডিওটি সাহায্যকারী হতে পারে।

ঋষি অন রাইড-এর ইউটিউব চ্যানেল-এ সাত দৃশ্যাঙ্গের আলোচনা

এই সাতটি দৃশ্যাঙ্গের মধ্যে প্রথম চারটি – রেখা (Line), শুক্লতা (Value), ক্ষেত্র (Space), বর্ণ (Colour) – এইগুলি মৌলিক দৃশ্যাঙ্গ। বাকি তিনটি – আকার (Shape), আকৃতি (Form), এবং পৃষ্ঠরূপ (Texture) প্রথম চারটি থেকেই তৈরি হয়। এই দৃশ্যাঙ্গগুলির সংস্থান (Composition)  এবং তাদের অন্তর্বর্তী সম্পর্ক ছবির ব্যঞ্জনা প্রকাশের মূল উপাদান। মৌলিক চারটি দৃশ্যাঙ্গের মধ্যে বর্ণ বা রঙ একেবারেই অনন্য একটি উপাদান। রঙের আলোচনা তাই আলাদা ভাবেই করা দরকার। বাকি তিনটি মৌলিক দৃশ্যাঙ্গ নিয়ে এই প্রোজেক্ট।

১। রেখা (Line)

রেখা বা লাইন সাত দৃশ্যাঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রৈখিক বিন্যাসই ছবির গতি, সম্পর্ক এবং ব্যাঞ্জনা তিনটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য দায়িত্ব পালন করে। ফলতঃ ফটোগ্রাফির যেকোন স্তরেই রেখার ওপর কর্তৃত্ব অর্জন না করতে পারলে ছবির মাধ্যমে কথোপকথন কঠিন হয়ে পড়ে। ছবির ইতিহাসে আধুনিকতার প্রথম পর্যায় থেকেই লাইনের ব্যবহার ছবির মেরুদণ্ড হিসেবে গণ্য হয়ে আসছে।

লাইনের বিভিন্নরকম বিভাগ ও কাজ আমরা শিখবো। তার মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ বোধহয় কৌণিক রেখা। কৌণিক রেখার বিন্যাস ছবিতে গতি এবং গভীরতাক্ষেত্র (Depth Space) নির্মাণে বিশেষ ভূমিকা পালন করে। কৌণিক রেখার দুটি মূল বিন্যাস হলো – Baroque এবং Sinister। দুটি বিন্যাসই আধুনিক ছবিতে বহুল ব্যবহৃত হয়েছে। 

২। শুক্লতা বা উজ্বলতা (Value)

ফটোগ্রাফিতে আমরা যাকে এক্সপোজার বলি তা আসলে শুক্লতা নিয়ন্ত্রণের টেকনিক্যাল পদ্ধতি। এক্সপোজারের মাধ্যমে আমরা কেবল আলো কতটা ক্যামেরা ঢুকবে সেটা যেমন নিয়ন্ত্রণ করি, তার সঙ্গে সঙ্গে যেটা খেয়াল রাখতে হয় সেটা হল আলোর এই পরিমাণ ছবিতে কী ধরণের আলোছায়া তৈরি করবে। এই যে ছবির আলোছায়া এইটি হলো শুক্লতা বিন্যাস (Value Distribution)। এক্সপোজার আসলে শুক্লতা বিন্যাসের প্রাথমিক ধাপ।

এক্সপোজারের মাধ্যমে Background Depth, Motion Sharpness ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় অ্যাপারচার বা শাটার স্পীড এর মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে শুক্লতা বিন্যাসও নির্ধারণ করা হয়। এইটি আমরা Histogram দিয়ে সবচেয়ে ভালো বুঝতে পারি। শুক্লতার বিভিন্নধরণের বিন্যাস ফটোগ্রাফের বাহ্যিক রূপ নির্ধারণ করে তো বটেই, এর বাইরেও ছবির ভাষা নিয়ন্ত্রণ করে, ভাব প্রকাশে সহায়তা করে। 

৩। ক্ষেত্র (Space)

ছবির জগতে ক্ষেত্র বা  Space অনেকটা অন্তর্লীনভাবে কাজ করে। অর্থাৎ দর্শকের চোখের এই দৃশ্যাঙ্গের অনুভব প্রাথমিকভাবে রেখা, শুক্লতা বা বর্ণের মত প্রবলভাবে ধরা পড়ে না। কিন্তু মৌলিক দৃশ্যাঙ্গগুলির মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যাঙ্গ। ক্ষেত্র অনেকজায়গাতেই দৃশ্যমান হওয়ার চেয়ে অনুভবে বেশি ধরা পড়ে। তাই এই দৃশ্যাঙ্গের রেওয়াজও অন্যগুলির চেয়ে একটু কঠিন হয়ে পড়ে।

ক্ষেত্র মূলতঃ Surface Space বা পৃষ্ঠক্ষেত্র এবং Perspective/Depth Space বা গভীরতা ক্ষেত্র – এই দুটি প্রধান ভাগে বিভক্ত। এর মধ্যে পৃষ্ঠক্ষেত্র নিয়ে রেওয়াজ খানিক সহজ। বহুপ্রচলিত এবং সর্বজনপ্রিয় Rule of Third একটি পৃষ্ঠক্ষত্র বিন্যাস (Space Distribution)। গভীরতার দিকেও এরকম বিভিন্ন বিন্যাস আছে। রেওয়াজের সময় পৃষ্ঠক্ষেত্র এবং গভীরতাক্ষেত্র উভয়দিকেই অভ্যাস প্রয়োজনীয়।

মাধুকরী

আমাদের দৈনন্দিন ব্যয়বহনের জন্য আমরা মাধুকরী ভিক্ষা করি। আমাদের কাজ আপনার সদর্থক মনে হলে আপনিও আপনার সামর্থ্যমতো মাধুকরী ভিক্ষা দিতে পারেন। বিস্তারিত জানার জন্য নিচের বাটনে ক্লিক করুন।

Meet the Mentor

Saptarshi Chakraborty

Founder, Rishi On Ride

  • Multidiscipline Art Practitioner
  • Former Official Mentor for Canon India
  • Former Official Mentor for Tamron India
  • Former HOD, Film & Photography (IIDAA)
  • Former Guest Faculty, Graphic Design (WLCI)
  • Conducted 100+ workshops
Saptarshi (Rishi/অলীক) is self-taught multidiscipline art practitioner. He is learning Photography as the primary medium of expression over the last 15+ years.
 
He is conversant and curious practitioner of multiple art forms e.g. Literature, Music, Sculpture, Theatre, Painting and Graphic Design along with Photography. Experiencing life through art has always been the key motivation behind his creative journey.
 
Apart from being active photographer, his work area further extends to Research and Development of three main areas of Photography –
 
  • Visual Grammar and Learning Process for Photography
  • Financial Framework for Independent Photographers
  • Photography and Visual Art Appreciation for Viewers

After working as an HR professional in the corporate world for 12 years, he left his job in 2018 and jumped into the role of full time Photography Worker. Since then, Rishi is working with the photographers and communities providing support on Authentic Learning and Effective Viewer Engagement.

Project
Access

This project is FREE to join. Please join Discourse Membership to access this project.

About Instructor

aleek

– Multidiscipline Art Practitioner – Former Official Mentor for Canon India – Former Official Mentor for Tamron India – Former HOD, Film & Photography (IIDAA) – Former Guest Faculty, Graphic Design (WLCI) – Conducted 100+ workshops with leading organizationsSaptarshi (Rishi/অলীক) is self-taught multidiscipline art practitioner. He is learning Photography as the primary medium of expression over the last 15+ years.He is conversant and curious practitioner of multiple art forms e.g. Literature, Music, Sculpture, Theatre, Painting and Graphic Design along with Photography. Experiencing life through art has always been the key motivation behind his creative journey.Apart from being active photographer, his work area further extends to Research and Development of three main areas of Photography –- Visual Grammar and Learning Process for Photography - Financial Framework for Independent Photographers - Photography and Visual Art Appreciation for ViewersAfter working as an HR professional in the corporate world for 12 years, he left his job in 2018 and jumped into the role of full time Photography Worker. Since then, Rishi is working with the photographers and communities providing support on Authentic Learning and Effective Viewer Engagement.

5 Projects

+2 enrolled
Not Enrolled

Project Includes

  • 6 Modules
  • 1 Challenge