Click on the Book to Read
2.8 প্রথম প্রকাশিত হয় ২০২০ সালে। প্রথম সংখ্যা প্রকাশের পর দীর্ঘদিন সুপ্ত ছিলো এই পত্রিকা। আগামী বৈশাখে আবার নতুন রূপে প্রকাশিত হতে চলেছে 2.8 পত্রিকা।
ইতিমধ্যে পড়ে নিতে পারেন প্রথম সংখ্যা। অনলাইন বই পড়ার এক অন্যরকম অনুভূতি তৈরির প্রয়াস শুরু হয় 2.8 পত্রিকার মাধ্যমে। আগামী সংখ্যা আরো নতুন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসছে এই বৈশাখেই।
Submit
Your
Work
আগামী সংখ্যার জন্য কাজ জমা দেওয়ার নিয়মাবলী ~
- কোন নির্দিষ্ট বিষয় বা ধারণাভিত্তিক একাধিক সংখ্যক ছবি আছে এমন কাজ পাঠাবেন।
- কাজের বিষয় ও ছবির সংখ্যা নিয়ে কোন বাধ্যবাধকতা নেই। যে কোন বিষয় নিয়ে যে কোন সংখ্যক ছবির কাজ জমা দিতে পারেন।
কাজ পাঠাবার সময় যা যা পাঠাতে হবে ভালো করে বুঝে নিন –
মূল ছবিগুলি পাঠাতে হবে।
আপনার নিজের যে কোন একটি পোর্ট্রেট ছবি পাঠাবেন। আপনার নামের সাথে আপনার ছবিও রাখা হতে পারে।
কাজের সাথে কাজ সম্পর্কে কিছু লেখা থাকা বাঞ্ছনীয়। সেই লেখাটি পাঠাবেন। ওয়ার্ড ফাইলে বাংলায় লিখতে হবে।
আপনার নিজের সম্পর্কে কিছুটা ইন্ট্রোডাকশান লিখে পাঠাবেন। ওয়ার্ড ফাইলে বাংলায় লিখতে হবে।
মূল ছবিগুলি কীভাবে পাঠাতে হবে ভালো করে বুঝে নিন –
- ছবিগুলির সাইজ বড়ো দিকে নূন্যতম ২০০০ পিক্সেল হওয়া বাঞ্ছনীয়।
- ছবিগুলির কোন শিরোনাম থাকলে সেই হিসেবে ছবির ফাইলটির নাম রাখবেন
- ছবিগুলি যে ক্রমে থাকবে ছবির নামও সেই ক্রমে দেবেন। যেমন ছবির শিরোনাম “A Village Scene” এবং ছবির ক্রম 5 নম্বর হলে ছবির ফাইলের নামে রাখুন – 5.A Village Scene
- ছবি খুব বেশি পোস্ট প্রসেস না করাই বাঞ্ছনীয়।
- ছবি পাঠাবেন .jpg ফর্ম্যাটে এবং 72ppi রেজেল্যুশানে
- এ সমস্ত ফোল্ডারে ঠিকঠাক আপলোড করে একবার ভালো করে চেক করে নিন।
- ফোল্ডারটির শেয়ার অপশান-এ গিয়ে rishionride@gmail.com এবং aryabphoto@gmail.com মেইল আইডিতে অবশ্যই শেয়ার করুন। না হলে আমরা ছবি ডাউনলোড করতে পারবো না।
- শেষে নিচের ফর্মটি ফিল আপ করে আপনার কাজ জমা দিন
- কাজ নির্বাচিত হলে আপনাকে মেইল মারফত জানানো হবে।
আপনার কাজ জমা দিন
কাজ জমা দেওয়ার শেষ তারিখ ১০ই এপ্রিল ২০২৫
Discourse Membership Required
You must be a Discourse member to access this content.
Already a member? Log in here