Explore Shape, Form, Texture

Shape, Form and Texture are the three compound visual elements that works very silently in a photograph. These three elements are derived from the three main elements i.e. Line, Value and Space. Seven visual elements (line, value, space, colour, shape, form and texture) are like basic seven musical notes for photography. The visual structure of a photograph is built with the seven elements. The elements also in time plays important role to build the connotation. In this project we will explore (Riyaz) the structural and connotational impacts of Shape, Form and Texture in visual image. The project aims to generate a collaborative body of work with the participants' images. The images will be published in the next issue of 2.8 Magazine.
aleek · July 15, 2025

Shape | Form | Texture

ফোটগ্রাফিতে ছবির গঠন নির্মাণের মূল উপাদান সাতটি দৃশ্যাঙ্গ বা Visual Element. এই সাতটি দৃশ্যাঙ্গ হল –

  1. রেখা (Line)
  2. শুক্লতা (Value)
  3. ক্ষেত্র (Space)
  4. বর্ণ (Colour)
  5. আকার (Shape)
  6. আকৃতি (Form)
  7. পৃষ্ঠরূপ (Texture)

একটি ফটোগ্রাফের দেহ এই সাতটি দৃশ্যাঙ্গ দিয়ে গঠিত হয়। ফটোগ্রাফার জ্ঞানতঃ বা অজ্ঞানতঃ এই সাতটিরই বিভিন্ন বিন্যাস ব্যবহার করেন। প্রথম তিনটি মৌলিক দৃশ্যাঙ্গ। চতুর্থ দৃশ্যাঙ্গ বর্ণ একটি মিশ্র দৃশ্যাঙ্গ, এবং শেষ তিনটি যৌগিক দৃশ্যাঙ্গ। এবারের আলোচনা শেষ তিনটি যৌগিক দৃশ্যাঙ্গ নিয়ে।

আকার (Shape), আকৃতি (Form) ও পৃষ্ঠরূপ (Texture) তিনটিই যৌগিক দৃশ্যাঙ্গ। অর্থাৎ এগুলো মূলতঃ লাইন, স্পেস এবং ভ্যালুর তারতম্যের ফলে তৈরি হয়। লাইন, ভ্যালু, স্পেস বা সাত দৃশ্যাঙ্গ সম্পর্কে তেমন ধারণা না থাকলে বর্তমান প্রোজেক্টটিতে অংশগ্রহণের আগে আমাদের লাইন, ভ্যালু এবং স্পেস নিয়ে প্রোজেক্টটি দেখে নিতে পারেন। 

জেনে নিন তিনটি প্রাথমিক ও প্রধান দৃশ্যাঙ্গের পরিচয় ও ব্যবহার। যে কোন ধরণের ফোটোগ্রাফিতে লাইন, ভ্যালু ও স্পেসের ব্যবহার ছবির দৃশ্যরূপ গঠন ও ভাবসঞ্চারে প্রধান ভূমিকা পালন করে। এই তিনটি দৃশ্যাঙ্গ নিয়ে সম্পূর্ণ আলোচনা রয়েছে এই প্রোজেক্টে।

১। আকার (Shape)

আকার তৈরি হয় লাইন থেকেই। রেখার স্বাভাবিক ধর্মে রেখা দুইদিকে উন্মুক্ত থাকে। এর ফলে রেখার দুইদিকের দুই দৃশ্যচরিত্রের মধ্যে সংযোগ এবং গতি সৃষ্টি হয়। রেখার তিনটি প্রধান ধর্মের মধ্যে সংযোগ এবং গতি রেখার দুদিকের দুই মুখের মধ্যে তৈরি হয়। রেখার তৃতীয় ধর্ম বিভাজন রেখার গতিপথের দুইপাশে তৈরি হয়। রেখার খোলা দুইমুখ সংযুক্ত হলে আকার (Shape) তৈরি হয়। রেখার দুইমুখ সংযুক্ত হলে মধ্যেখানে একটি আবদ্ধ ক্ষেত্র (Space) তৈরি হয় যা আকারের পরিচয় বহন করে। এভাবে রেখা ও ক্ষেত্র – দুটি মৌলিক দৃশ্যাঙ্গের সংযোগে আকার সৃষ্টি হয়। রেখার প্রকৃতি অনুযায়ী আকারও জ্যামিতিক (Geometric) বা জৈব (Organic) হতে পারে। জ্যামিতিক আকারের মধ্যে সরল রেখায় তৈরি আকার কৌণিক হয়। এদের কৌণিক আকার (Angular Shape) বলে। যেমন চতুষ্কোন বা আয়তক্ষেত্র। অন্যদিকে বক্ররেখায় তৈরি আকারকে বক্র আকার (Curvilinear Shape) বলে। যেমন বৃত্ত বা পরাবৃত্ত। জৈব আকার যথারীতি জৈব রেখার মতই অনিয়ন্ত্রিত রূপ নেয়।

২। আকৃতি (Form)

আকারের সঙ্গে শুক্লতা (Value) যোগ হলে আকারটি একটী ত্রিমাত্রিক রূপ ধারণ করে। যেমন চতুষ্কোন থেকে ঘনক বা বৃত্ত থেকে গোলক তৈরি হয়। দ্বিমাত্রিক আকার শুক্লতার সংযোগে ত্রিমাত্রিক হলে তাকে আকৃতি বলে। বাস্তবে যাবতীয় বস্তু, প্রাণী দৃশ্য সবই ত্রিমাত্রিক। ফলতঃ আকারের চেয়ে আকৃতির অনুভব দর্শকের মনে বেশি প্রভাব বিস্তার করে। ফটোগ্রাফির দ্বিমাত্রিক ফ্রেমে ত্রিমাত্রিকতা ধরতে পারার ক্ষমতার মূল উৎস আকৃতি। আকৃতি থেকেই গভীরতার ধারণার শুরু। রেখা, ক্ষেত্র এবং শুক্লতা এই তিন মৌলিক দৃশ্যাঙ্গের মিশ্রনে তৈরি হয় আকৃতি। আকৃতির আরো একটি বিশেষ ধর্ম হল এটি বাস্তব কোন বস্তু বা জীবের আকৃতির সঙ্গে অংশতঃ বা পুরো অনুরূপ হতে পারে। সেক্ষেত্রে ভাববিস্তারে বিশেষ সুবিধে পাওয়া যায়। বাস্তব জিনিসের অনুরূপ হলে সেই আকৃতিকে মূর্ত আকৃতি (Concrete Form) বলে। অন্যদিকে খুব সহজ ভাবে বললে, আকৃতি বাস্তব কিছুর সঙ্গে না মিললে তাকে বিমূর্ত আকৃতি (Abstract Form) বলে।

৩। পৃষ্ঠরূপ (Texture)

সাত দৃশ্যাঙ্গের মধ্যে পৃষ্ঠরূপ বোধহয় সবচেয়ে কম গুরুত্ব পাওয়া দৃশ্যাঙ্গ। অনেকটা কাব্যে উপেক্ষিতার মতই পৃষ্ঠরূপ বেশিরভাগ ছবিতেই প্রায় অনিয়ন্ত্রিতভাবে কাজ করে। অথচ প্রত্যেক ছবিতেই দৃশ্যগঠন থেকে ভাববিস্তারে Texture-এর ভূমিকা থেকেই যায়। পৃষ্ঠরূপের প্রধান দুটি বিভাগ – রুক্ষ (Rough) এবং মসৃণ (Smooth)। এই দুটি ধরণ বুঝতে দর্শকের তেমন অসুবিধে হয় না, তবে এই দৃশ্যাঙ্গ দর্শক সরাসরি অনুভব করেন না। ক্ষেত্র (Space) বিন্যাসের মতই পৃষ্ঠরূপ পরোক্ষভাবে কাজ করে। 

কিছু উদাহরণ

ফটোগ্রাফির ইতিহাসে প্রথিতযশা ফটোগ্রাফারদের কাজ দেখলে সর্বত্রই Shape, Form এবং Texture-এর ব্যবহার দেখা যাবে। সাধারণতঃ এই তিন দৃশ্যাঙ্গের প্রভাব সমস্ত ছবিতে প্রবলভাবে বোঝা যায় না। এদের স্বাভাবিক ধর্মই হলো মৌলিক দৃশ্যাঙ্গগুলির অন্তরালে নিজেদের ভূমিকা পালন করা। তবে কিছু কিছু ফটোগ্রাফারদের কাজে এই তিন দৃশ্যাঙ্গের প্রভাব বেশ ভালোভাবে বোঝা যায়। আমরা উদাহরণ হিসেবে দুই সময়ের দুজন ফটোগ্রাফারের কাজ দেখি।

Saul Leiter

(December 3, 1923 – November 26, 2013)

বিশদ জানুন –   https://www.saulleiterfoundation.org/

Trent Parke

(March 20, 1971 –   )

বিশদে জানুন – https://magnumphotos.com/photographer/trent-parke/

Live Session Schedule

Project Design

Conceptual

আলোচ্য দৃশ্যাঙ্গ তিনটি সম্পর্কে প্রশ্নোত্তর সুবিধাসহ বিস্তারিত ভিডিও আলোচনা

Practical

রেওয়াজের গাইডেন্স অনুযায়ী তিনটি দৃশ্যাঙ্গের ওপর নিজের পছন্দমতো শ্যুট

Publication

2.8 ডিজিট্যাল ম্যাগাজিন-এর আগামী সংখ্যায় আপনার কাজ প্রকাশের সুযোগ

২০২৫ সাল থেকে ঋষি অন রাইডের সমস্ত শিক্ষাপ্রকল্প শিক্ষার পাশাপাশি ছবি তোলা ও পাব্লিকেশানকেও প্রকল্পের অঙ্গ হিসেবে গণ্য করে। সেইমতো এই প্রজেক্টেও শিক্ষার পাশাপাশি ছবি তোলার পর্যায় এবং আগামী 2.8 ডিজিট্যাল পত্রিকার আগামী সংখ্যায় সদস্যদের ছবি ছাপার সু্যোগ অন্তর্ভূক্ত।

১। ধারণা পর্যায় (Conceptual)

প্রথম পর্যায়ে আমরা আলোচ্য তিনটি দৃশ্যাঙ্গ নিয়ে বিস্তারিত বুঝে নেবো ভিডিও সেশানের মাধ্যমে। এই প্রোজেক্টের প্রথম চারটি মডিউল এই দৃশ্যাঙ্গ সম্পর্কে আলোচনা। ভিডিওর সাথে সাথে মেণ্টরের সঙ্গে প্রশ্নোত্তরের সুবিধে আছে।

২। ছবি তোলার পর্যায় (Practical)

দৃশ্যাঙ্গ তিনটি সম্পর্কে ধারণা জন্মালে আপনি নিজের সময় সুযোগ মত নিজের পছন্দমতো অঞ্চলে ছবি তুলবেন। এই প্রোজেক্টটি রেওয়াজ ধর্মী। কী ধরণের ছবি তুলবেন বা কী বিষয় খেয়াল রাখবেন, সে সম্পর্কে বিস্তারিত গাইডেন্স দেওয়া হবে। আপনি খুব সহজেই সেই সূত্র ধরে রেওয়াজ হিসেবে ছবি তুলতে পারবেন।

৩। ছবি প্রকাশ পর্যায় (Publication)

এই প্রোজেক্ট-এর জন্য তোলা আপনার ছবি আমরা 2.8 এর পরবর্তী সংখ্যায় প্রকাশ করবো। আমরা সাধারণতঃ ছবি প্রকাশের ক্ষেত্রে কোনরকম ভালো মন্দ নির্বাচনে বিশ্বাসী নই। কিন্তু প্রকাশ আলোচনা সাপেক্ষ মনে করি। এই প্রোজেক্টের শেষ মডিউলে আপনারা আপনাদের ছবি জমা দিতে পারবেন। এরপর আমরা প্রকাশের আগে প্রয়োজনীয় আলোচনা যথাসময়ে সেরে নেবো।

ফটোগ্রাফারের দিক থেকেও প্রকাশের আগে বা পরে অনেকরকম আলোচনা দরকারী হতে পারে। এই পুরো আলোচনা প্রক্রিয়া এবং কাজ শেয়ার করার জন্য আমরা আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া Discourse ব্যবহার করি। এখানে ফেসবুক ইত্যাদির মতো আপনি আপনার কাজ পোস্ট করতে পারেন ও সবাই আলোচনা করতে পারেন।

এই প্রোজেক্টটি ধারণাগত শিক্ষা, ছবি তোলা এবং ছবি প্রকাশ এই তিনটি পর্যায়ের বিভক্ত। প্রোজেক্টে অংশগ্রহণ মানে এই তিনটি পর্যায়ে অংশগ্রহণ। আপনি যদি কেবলমাত্র ধারণাগত অংশতেই আগ্রহী হন তাহলে আমাদের ইউটিইব চ্যানেলে এই সম্পর্কিত ভিডিওটি সাহায্যকারী হতে পারে।

ঋষি অন রাইড-এর ইউটিউব চ্যানেল-এ সাত দৃশ্যাঙ্গের আলোচনা

মাধুকরী

আমাদের দৈনন্দিন ব্যয়বহনের জন্য আমরা মাধুকরী ভিক্ষা করি। আমাদের কাজ আপনার সদর্থক মনে হলে আপনিও আপনার সামর্থ্যমতো মাধুকরী ভিক্ষা দিতে পারেন। বিস্তারিত জানার জন্য নিচের বাটনে ক্লিক করুন।

Meet the Mentor

Saptarshi Chakraborty

Founder, Rishi On Ride

  • Multidiscipline Art Practitioner
  • Former Official Mentor for Canon India
  • Former Official Mentor for Tamron India
  • Former HOD, Film & Photography (IIDAA)
  • Former Guest Faculty, Graphic Design (WLCI)
  • Conducted 100+ workshops

Project
Access

This project is FREE to join. Please join Discourse Membership to access this project.

About Instructor

aleek

– Multidiscipline Art Practitioner – Former Official Mentor for Canon India – Former Official Mentor for Tamron India – Former HOD, Film & Photography (IIDAA) – Former Guest Faculty, Graphic Design (WLCI) – Conducted 100+ workshops with leading organizationsSaptarshi (Rishi/অলীক) is self-taught multidiscipline art practitioner. He is learning Photography as the primary medium of expression over the last 15+ years.He is conversant and curious practitioner of multiple art forms e.g. Literature, Music, Sculpture, Theatre, Painting and Graphic Design along with Photography. Experiencing life through art has always been the key motivation behind his creative journey.Apart from being active photographer, his work area further extends to Research and Development of three main areas of Photography –- Visual Grammar and Learning Process for Photography - Financial Framework for Independent Photographers - Photography and Visual Art Appreciation for ViewersAfter working as an HR professional in the corporate world for 12 years, he left his job in 2018 and jumped into the role of full time Photography Worker. Since then, Rishi is working with the photographers and communities providing support on Authentic Learning and Effective Viewer Engagement.

7 Projects

+9 enrolled
Not Enrolled

Project Includes

  • 7 Modules
  • 1 Challenge

Ratings and Reviews

5.0
Avg. Rating
1 Ratings
5
1
4
0
3
0
2
0
1
0
What's your experience? We'd love to know!
arijit-biswas
Posted 4 weeks ago
Shape-Form-Texture, বোঝাটাও দরকার

Photography-তে Aperture, shutter speed, ISO, focal length, composition, contrast, depth of field, rule of thirds, golden ratio সাপ ব্যাঙ, শকুনির ঠ্যাং এসবের বাইরে আরও বহু কিছু আছে তার বেশ কিছুটা জানা ও বোঝার আর বাকিটা অনুভব করতে হয়। সেই বহুকিছুর থেকে খুব সামান্য নিয়ে এই Course (Website আরও বেশকিছু আছে)। দৃশ্যকে দেখতে, বুঝতে ও অনুভব করার প্রয়োজন মনে করলেই এই Course করা দরকার।

×
Preview Image
Show more reviews
What's your experience? We'd love to know!