5 Things You Must Do for FREE at Rishi on Ride

1

Learn

2

Publish

3

Exhibit

4

Print

5

Social

1. Learn

বর্তমানে ফটোগ্রাফির সবচেয়ে বড়ো সমস্যা প্রকৃত শিক্ষার সুযোগের অভাব। বড়ো থেকে ছোট – বেশিরভাগ ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠানই মূলতঃ প্রতিযোগিতামূলক ফটোগ্রাফির দিকে নজর দেন। তার ওপর তথাকথিত ফটোগ্রাফি শিক্ষা জোর দেয়ে ক্যামেরা কৌশলের ওপর। এর ফলে ফোটোগ্রাফির দৃশ্যশিল্পের দিকটায় তেমন জোর দেওয়া হয়ে ওঠে না। অথচ, ফটোগ্রাফিতে সেইটেই আসল শেখার বিষয়। 

ঋষি অন রাইডে ২০০ ঘন্টারও ওপর ভিডিও রেকর্ডিং রয়েছে ফটোগ্রাফির বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা নিয়ে কোর্সের আকারে। আমরা জোর দিয়েছি দৃশ্যশিল্পের মূল শিক্ষণীয় বিষয়গুলি নিয়ে। আমাদের সমস্ত লাইভ কোর্স এবং রেকর্ডিং উৎসাহীদের জন্য বিনামূল্যে উপলব্ধ।

কোর্স অ্যাক্সেস কীভাবে করবেন?

  1. Go to https://learn.rishionride.com
  2. Navigate to Membership Menu
  3. Choose Quarterly Membership at Rs.1
  4. Now you can access all Rishi On Ride courses

2. Publish

ফটোগ্রাফ তুলে রেখে দেওয়ার জিনিস নয়। আপনার তোলা ছবিগুলিকে একটা কাজের আকারে প্রকাশ করার পরই তা সম্পূর্ণ রূপ পায়। তবে এ ঠিক ফেসবুক, ইন্সটাগ্রাম জাতীয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মত নয়। আমরা জোর দিই ব্লগ এবং ই-বুক হিসাবে কাজ প্রকাশের ওপর। আপনি আপনার কাজ আমাদের ব্লগে প্রকাশ করতে পারেন। অথবা খুব সহজেই ই-বুক হিসাবে আমাদের লাইব্রেরীতে প্রকাশ করতে পারেন।

ব্লগ বা ই-বুক প্রকাশের জন্য “ডিসকোর্স” সদস্যপদ জরুরি। “ডিসকোর্স” সদস্যপদ বিনামূল্যে নেওয়া যায় এবং আজীবন ব্যবহার করা যায়।

কীভাবে আপনার কাজ পাবলিশ করবেন?

ঋষি অন রাইডের “Create” মেনুতে গেলে আপনি বিভিন্নরকম ফর্ম্যাটে কাজ প্রকাশের লিঙ্ক পাবেন।

Article

আপনার কাজ ব্লগ হিসাবে প্রকাশের জন্য। একটি সাধারণ ফর্ম-এ আপনার ছবি, লেখা, টাইটেল ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিন এবং রিভিউ-য়ের জন্য সাবমিট করুন। আপনি সাবমিট করলে ব্লগটি আমাদের অ্যাডমিন টীম-এর কাছে আসবে অ্যাপ্রুভ করার জন্য। যদি কোন পরিবর্তন প্রয়োজনীয় মনে হয় তাহলে প্রকাশের আগে আমরা আপনার সাথে যোগাযোগ করবো। পরিবর্তন প্রয়োজন না হলে আপনার কাজ সরাসরি আমাদের “Article” বিভাগে প্রকাশিত হবে।

Ebook – 

আপনি খুব সহজেই আপনার কাজ ই-বুক হিসাবে প্রকাশ করতে পারেন। এজন্য প্রয়োজনীয় ডিজাইন আপনি নিজেই আমাদের ইবুক টেমপ্লেট-এর মাধ্যমে করে নিতে পারেন। ডিজাইন টেমপ্লেট মাইক্রোসফট অফিস-এর পাওয়ারপয়েন্ট-এ করা। আপনি পাওয়ারপয়েন্ট না জানলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ই-বুক ডিজাইন তৈরিতে সাহায্য করবো।

ঋষি অন রাইড-এর সদস্যদের নিচের দুটি বই থেকে আপনি উৎসাহ পেতে পারেন। এই বইদুটির ডিজাইন লেখকরা নিজেই করেছেন।

3. Exhibit

ফটোগ্রাফির জগতে দর্শকের সঙ্গে যোগাযোগের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি বোধহয় প্রদর্শনী। চিরকালই দৃশ্যশিল্প প্রদর্শনীর মাধ্যমে দর্শকের সামনে উপস্থিত হয়ে এসেছে। এর মতো সরাসরি পথ আর বুঝি নেই। তবে চিরায়ত প্রদর্শনীর কিছু আগাম শর্ত আছে। প্রথমতঃ বেশ খানিক অর্থ প্রয়োজন এমন একটি প্রদর্শনী আয়োজন করতে গেলে। গ্যালারি এবং অন্যান্য খরচ আছে কম নয়। তার ওপর আছে আলোর সমস্যা। কোলকাতার খুব কম গ্যালারিতেই ফটোগ্রাফ প্রদর্শনের উপযুক্ত আলোর ব্যবস্থা আছে।

এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আমরা ২০২১ সালে শুরু করি Nazrana – Portable Photo Exhibition। ২০২২-এ নজরানা বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়। আমরা ৩০টিও বেশি প্রদর্শনী আয়োজন করি জেলার সহকারী ফটোগ্রাফি দলগুলিকে নিয়ে।

২০২৫ সালে Nazrana আরো একধাপ এগিয়ে অন্তরঙ্গ প্রদর্শনীর আকার নিতে চলেছে। এই পর্যায়ে আপনি আপনার নিজের বসার ঘরে বা পাড়ারা ক্লাবঘরে বা আপনার আত্মীয় বন্ধুদের ঘরে মাইক্রো প্রদর্শনী করতে পারেন। আপনার অন্তরঙ্গ প্রদর্শনীর প্ল্যান, কিউরেশান বা অন্যান্য যেকোন রকম সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার অন্তরঙ্গ প্রদর্শনীর খবর আমাদের জানালে আমরা তা আমাদের তথ্যপঞ্জীতে যুক্ত করবো এবং আমাদের ওয়েবসাইটে তার খবর প্রকাশ করবো।

4. Print

ফটোগ্রাফিতে যে দিকটা আমরা সবচেয়ে অবহেলা করি সে হলো প্রিন্ট। তার মূল কারন বোধহয় প্রিন্ট রাখার সমস্যা। আরো কারন হতে পারে প্রিন্ট করার অসুবিধে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যদি ফটোগ্রাফি প্রিন্ট-এর সাথে কোন বাস্তব উপযোগিতা যোগ করা যায় তাহলে তা বেশ আকর্ষনীয় হতে পারে। যেমন ফটোগ্রাফি ক্যালেন্ডার। এমন ভাবনা থেকেই ২০২১ সালে শুরু হয় Momento – Photography Collectible

কীভাবে নিজের ছবি দিয়ে Momento প্রিন্ট করবেন?

আপনিও আপনার ছবি দিয়ে ক্যালেণ্ডার বা পোস্টকার্ড সেট বানাতে পারেন আমাদের নিজস্ব ডিজাইন টুল ব্যবহার করে।

  • ওয়েবসাইটের প্রধান মেনুতে “Create” মেনুর অন্তর্গত “Print” সাবমেনুতে ক্লিক করে প্রিণ্ট এর পাতায় যান
  • যে ধরণের প্রোডাক্ট ডিজাইন করতে চান তার নিচে “Start Design” বাটন-এ ক্লিক করুন
  • ডিজাইন হয়ে গেলে উপরের ছবির মত ডিজাইন টুল-এর মেনুতে File>Download>CMYK JPG/PDF মেনুতে গিয়ে নিজের ডিজাইন ডাউনলোড করে নিন
  • আপনি নিজেই আপনার প্রিণ্ট নিজের পছন্দমতো জায়গায় প্রিন্ট করে নিতে পারেন
  • আপনার প্রিন্ট এর সুবিধে না থাকলে আমাদের মাধ্যমেও প্রিণ্ট করাতে পারেন। সেক্ষেত্রে ডিজাইন টুল-এর ডানদিকের ওপরে “Process” বাটন-এ ক্লিক করলে আপনি প্রিন্ট অর্ডার করতে পারেন।
  • প্রিণ্ট-এর নির্ধারিত মূল্য কেবলমাত্র আমাদের কাছে প্রিন্ট করালে প্রযোজ্য

5. Social

সোশ্যাল মিডিয়ার অভাব নেই বাজারে। কিন্তু বেশিরভাগ জায়গাতেই যা দরকার তার চেয়ে অন্য জিনিসের ভিড় বেশি। হাজার রকম অ্যাড আর অ্যালগোরিদমের ভিড়ে কাজ দেখা এবং দেখানোর সুযোগটাই থাকে না। নিজেদের একটা নিরিবিলি কাজ শেয়ার করার জায়গার অভাব আমরা বহুদিন ধরে অনুভব করছি। সেই চিন্তা থেকেই গত বছর ২০২৪ সালে শুরু হয় Discourse – Productive Social Media। সোশ্যাল মিডিয়ার সমস্তরকম সুবিধে সহ নিজেদের আলোচনার জায়গা। 

Discourse ব্যবহারের জন্য আমাদের সদস্যপদ জরুরি। কারন এই পোর্টাল সদস্য ছাড়া অন্যরা দেখতে পান না। আপনি বিনামূল্যে আমাদের ডিসকোর্স সদস্য পদ নিতে পারেন। এজন্য আমাদের Membership পাতায় যান এবং ডিসকোর্স সদস্যপদ গ্রহণ করুন।

All our Services are Free for Entusiasts

ঋষি অন রাইড একটি অবাণিজ্যিক এবং অলাভজনক সংস্থা। আমাদের সমস্ত শিক্ষামূলক ও অন্যান্য প্রয়াসে সবাই বিনামূল্যে যোগ দিতে পারেন ও সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করতে পারেন।

আমরা বিশ্বাস করি শিক্ষা দানের বিষয়। এর বিক্রয়মূল্য নির্ধারণ করা যায় না। এবং দেশ কাল জাতি ধর্ম অবস্থা ব্যতিরেকে শিক্ষা সবার জন্য সমভাবে উন্মূক্ত হওয়া আবশ্যিক। আমাদের অন্যান্য সমস্ত কাজও একই চিন্তাধারায় পরিচালিত হয়। পাশাপাশি ফটোগ্রাফি চর্চার পরিমণ্ডলে বেশ কিছু বুনিয়াদি ও পরিকাঠামোগত সমস্যা নিয়ে আমরা যথাসাধ্য কাজ করার চেষ্টা করছি। 

এ সমস্ত পরিষেবা প্রদান করতে আমাদের যা যা প্রয়োজনীয় উপাদান তার সবটা আমরা বিনামূল্যে পাই না। ফলতঃ একটা দৈনন্দিন মাসিক খরচ আমাদের বহন করতে হয়। আমরা বিশ্বাস করি সেই খরচটুকু আমরা সমর্থকদের কাছ থেকে ভিক্ষা করতে পারি।

Rishi On Ride Core Function Fund ২০২৫ সালের জানুয়ারী থেকে শুরু হয়েছে। এ ভিক্ষাপাত্রের একটি নির্দিষ্ট উর্ধসীমা আছে। আমাদের যেটুকু খরচ হয় আমরা সেটুকুই ভিক্ষাপ্রার্থী।

Support Rishi On Ride

বর্তমানে আমাদের কাজের পরিধি নিম্নলিখিত বিষয়গুলিতে বিন্যস্ত – 

  • Photography Learning
  • Viewer Engagement
  • Photographer Community
  • Photographic Archival
  • Art Collaboration
  • Residential Workspace 

Get Curated Photography Update in Your Mailbox

Join our mailing list to get regular photography updates (not more than 5 in a month).

Thank you for subscribing.

Something went wrong.

Related Articles

ছোটে গোলাম ফকিরের মেলা

” মানুষ বানাইছে আল্লা প্রেমের কারণে ” – রসিদ চাঁদ। আর এই প্রেম আর বিশ্বমানবতার টানেই মুর্শিদের সাথে এবং সর্বোপরি মানুষের সাথে মানুষকে ‘ প্রেমের ডুরি ‘ তে বাঁধতে বসে রসিদ চাঁদের চালিশার মেলা।

Rishi On Ride 5.0

The major shift in 5.0 is project based learning. All the learning courses on Rishi On Ride will now focus on creating a body of work first and align learning materials accordingly. This will ensure the embedded learning goals to be achieved.

Launching Curated Photography Updates – ফটোগ্রাফির চিঠি

ফটোগ্রাফিতে উৎসাহীদের একটা বড়ো সমস্যা বিশ্বের ফটোগ্রাফির খোঁজ রাখার জন্য আলাদা সময় বার করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে ইণ্টারনেট দুনিয়ায় সঠিক খবর পাওয়াও খুব একটা সহজ নয়। অথচ সিরিয়াস ফটোগ্রাফি চর্চায় ফটোগ্রাফির হালহকিকত সম্বন্ধে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

মুলতঃ এই সমস্যার কথা মাথায় রেখেই নতুন বছরে “ঋষি অন রাইড”-এর তরফ থেকে শুরু হচ্ছে “ফটোগ্রাফির চিঠি”। বিশ্বের ফোটোগ্রাফির খবরাখবর, ক্যামেরা লেন্স রিভিউ ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা ‘‘ফটোগ্রাফির চিঠি”-তে অন্তর্ভূক্ত করবো। পাশাপাশি অন্যান্য শিল্পমাধ্যমের দরকারী বা ফটোগ্রাফি সংক্রান্ত বই-এর খবর প্রভৃতি বিষয়ও যোগ হবে।

Line – Seven Elements Series

ফোটোগ্রাফির একেবারে গোড়ার কথা হল সাত দৃশ্যাঙ্গের কথা। ফোটোগ্রাফিতে ‘কম্পোজিশান’ শব্দটি প্রায় সব্বাই শুনেছেন এবং কিছুদিন ফোটোগ্রাফি চর্চা করলেই ‘কম্পোজিশান’ সম্বন্ধে একটা মোটামুটি ধারণা জন্মায় প্রত্যেকেরই। প্রচলিত ‘কম্পোজিশান’-এর ধারণায় কিছু চিরন্তন পদ্ধতির কথাই বলা হয়ে থাকে বেশিরভাগ আলোচনাতেই। আধুনিক সময়ে দাঁড়িয়ে চিরন্তন পদ্ধতির বাইরে ‘কম্পোজিশান’-কে দেখা দরকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments